ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চীন-রাশিয়া জোট : ভারতের চেয়ে অধিক ক্ষতি হবে রাশিয়ার

Link Copied!

রাশিয়া জোট বেঁধেছে চীনের সঙ্গে। এতে রুশ-ভারত দীর্ঘ বন্ধুত্বের কী অবসান ঘটতে চলেছে? অবশ্য রাশিয়া বলেছে, ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। এখনও ভারতের অর্ধেক অস্ত্রশস্ত্র রাশিয়ান। সেগুলো মাঝারি মানের; যে কারণে ফ্রান্স থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে ভারত – বিশেষ করে হাইটেক যুদ্ধবিমান। আসলে ভারতের কাছে গুরুত্ব হারাচ্ছে রাশিয়া।
ভারতের মূল হুমকি হচ্ছে চীন। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের আগ্রাসন অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একসময় ভারতের বড় বাজার ছিল। একে একে ভারতীয় বাজারগুলো ছিনিয়ে নিয়ে গেছে চীন। এমনকি ভারত নিজেই পরিণত হয়েছে চীনের একটি বৃহৎ বাজারে।
ইউরোপীয় ইউনিয়নকে টপকে চীন এখন পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি। পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী সুপারপাওয়ার আমেরিকার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে চীন। অথচ একসময়কার হতদরিদ্র চীনকে টেনে তুলেছিল এই আমেরিকা। অবশ্য আমেরিকা ও তার মিত্র দেশগুলো, চীনের পরিবর্তে ভারতে বিনিয়োগ করতে প্রাণপণ চেষ্টা করেছিল। কিন্তু অতিরিক্ত বুঝদার দেশ ভারত, পাশ্চাত্যের পুঁজি ও প্রযুক্তি ফিরিয়ে দিয়ে আত্মতৃপ্তি অনুভব করেছে।
পিভি নরসিমা রাও, রাশিয়া ও আরব দেশগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে, আমেরিকা-ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিলেন ঠিকই ― কিন্তু রাশিয়া প্রেম ও আরব প্রেমের ঘোড়া রোগ থেকে ভারত মুক্ত হতে পারে নি।
চীনের বন্ধুত্ব মানেই হচ্ছে, বিশ্বাসঘাতকতা। চীন একহাতে করমর্দন করে, অপর হাতে পিছে ছুরি মারে। চীনের সঙ্গে বন্ধুত্বের মাশুল দিয়েছে ভারত – ‘অক্ষয় চীন’ হারিয়ে। অল্প কিছুদিন আগে রাহুল গান্ধী বলেছেন, ‘গালওয়ান উপত্যকার দু’হাজার বর্গমাইল জায়গা চীনের দখলে চলে গেছে’। লাদাখ বিজেপির পক্ষ থেকে ভূমি হারানোর কথা স্বীকার করা হলেও, কেন্দ্রীয় সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। যদিও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম চন্দ্রশেখর বলেছেন, ‘গালওয়ান পরিস্থিতি বিপজ্জনক ও উদ্বেগের’।
চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজের বিপদ ডেকে আনলো রাশিয়া। কেননা চীনের আউটার মাঞ্চুরিয়ার বিশাল ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। ভ্লাদিমির পুতিনের হঠকারিতায়, রাশিয়া যেভাবে দুর্বল হচ্ছে; অন‍্যদিকে চীন যেভাবে শক্তিশালী হয়ে উঠছে ― আজ হোক কাল হোক চীন রাশিয়ার কাছ থেকে তাদের হারানো ভূমি ছিনিয়ে নেবে।
http://www.anandalokfoundation.com/