ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মঙ্গলবার আনুমানিক বিকাল ৫.২০ মিঃ গোপন সংবাদ ভিত্তিতে ডিবি পুলিশের এস.আই আবুল বাসারের নেতৃত্বে এক জাল নোট ব্যবসায়ীকে আটক করা হয়। গড়েয়া বাজারের সংলগ্ন দক্ষিণপাশ্বে ফুটবল খেলার বাঠ হতে ডিবি পুলিশের ৭/৮ জনের ১টি চৌকশদল জাল টাকার ব্যবসায়ীকে আটক করতে সরগম হয়।
আটক কৃত ব্যাক্তির নাম হরিমন শীল (৪৫) তিনি পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত: সুখিল শীলের পুত্র। সে দীর্ঘদিন যাবত এ ব্যবসার সাথে জড়িত বলে জানাগেছে। কোরবানী ঈদ কে সামনে রেখে নিরিহ লোকজনের ঠোকানোর উদ্দেশ্য বাজারে ৭১টি ১ হাজার টাকার নোট বাজারে ছেড়ে দিতে চেয়েছিলেন।
ডিবি পুলিশের ওসি মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, সে একজন ধুরন্তর ব্যাক্তি। তার নামে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় ১টি মামলা হয়।