ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Link Copied!

বরিশালের গৌরনদী উপজেলার সিমান্তবর্তী হোসনাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদীর মোহনায় বালুবাহি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দুদফা অভিযান চালিয়ে সোমবার সকাল সারে ১১টায় নিখোজ পান্নু বেপারি (৫৫)র লাশ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার রাত সারে নয়টার দিকে আড়িয়াল খাঁ ও সন্ধা নদীর সংযোগস্থল গৌরনদীর সিমান্তবর্তী হোসনাবাদ সাহেবেরচর এলাকায় ঢাকাগামী বালুবাহী ট্রলার এমভি রুবাইদার সাথে যাত্রীবাহী ট্রলারের মূখোমূখি সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে চালকসহ পাঁচ যাত্রী ছিলেন। অপর যাত্রীরা সাতারকেটে তীরে আসতে পারলেও ট্রলারের যাত্রী নান্নু বেপারি নিখোজ হন।

সোমবার সকাল সারে ১১ টায় নিখোজ নান্নু বেপারির লাশ উদ্ধার করে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল। নিহত পান্নু বেপারি মুলাদি উপজেলার সাহেবের চর গ্রামের সিরাজ বেপারির ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। মুলাদি থানা পুলিশ বালু টানা এমভি রুবাইদা নামক ট্রলারটিকে আটক করেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বিপুল হোসেন এ প্রতিনিধিকে জানান, ২য় দফা অভিযানের পর সোমবার সকাল সারে ১১ টায় রামারপোল নামক এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/