বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি নোট ৫ ফোনের উইন্টার এডিশন বাজারে ছেড়েছে । এটি ১২৮ জিবি ভার্সনের। ফোনটি দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। ফ্যাবলেট ঘরানার এই ফোনটি গোল্ড প্লাটিনাম এবং সিলভার টাইটেনিয়াম কালারে পাওয়া যাবে।
ফোনটি যখন প্রথম বাজারে আসে তখন এটিকে বিল্টইন মেমোরি ছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ ছিল না। তখন এটি পাওয়া যেতো ৬৪ জিবি ভার্সনে। ফোনটির জনপ্রিয়তার কারণে এবার ১২৮ জিবি বিল্টইন মেমোরিতে উইন্টার এডিশন ছাড়া হলো।
ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির কিউ এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। সুপার অ্যামোলিড ডিসপ্লের এই ফোনটিতে আছে এক্সিনোসের ৭৪২০ মডেলের অক্টাকোর প্রসেসর, মালি টি৭৬০ এমপি৮ জিপিইউ। ফোনটিতে ৪ জিবি র্যাম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমোরি বাড়ানোর সুযোগ নেই।
এটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের।
ফিঙ্গারপ্রিন্ট ফিচার সমৃদ্ধ এই ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
কোরিয়ার বাজারে ফোনটির মূল্য ৯৯৯,৯০০ কেআর ডব্লিউ। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৬৩ হাজার ৩৭৩ টাকা।