ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সারা দেশে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির কর্তৃক গুপ্ত হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঝিনাইদহ জেলা শাখা। শনিবার সকাল ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি একরামুল হক লিকুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, আওয়ামী লীগ নেতা মাসুদ আহমেদ সনজু, জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মানিক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা সুবীর কুমার সমাদ্দার, গণশিল্পী সংস্থার জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকারীসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়, মুক্তমনা লেখক, বিদেশী নাগরিক ও নিরীহ সাধারণ জনগণ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান।