ঢাকা

খুলনা থেকে মংলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার

admin
January 12, 2017 10:46 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ খুলনা থেকে মংলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজে এর উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রায় ১১৪ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে এই রেললাইন নির্মাণ করা হচ্ছে। মোংলা বন্দর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত এ রেললাইন প্রকল্পে আটটি স্টেশন নির্মাণ করা হবে। ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১৯ সালের মধ্যে রেললাইন নির্মাণকাজ সম্পন্ন করবে।

রেললাইন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সরকার মোংলা বন্দরকে অধিক গুরুত্ব দিয়ে এ রেল লাইন নির্মাণ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি এ প্রকল্পের কাজ শেষ হবে। এতে মোংলা বন্দরের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন হবে।

http://www.anandalokfoundation.com/