ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় অগ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্তদের বা‌ড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন ইউএনও

Rai Kishori
April 8, 2020 10:25 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথাঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার রামকান্তপুর গ্রা‌মে অগ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ‌দের বা‌ড়িতে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হা‌সিব সরকার।
সালথা উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের রামকান্তুপুর গ্রা‌মের দ‌ক্ষিন পাড়ায় চৌধুরী বা‌ড়ি‌তে ৭ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার দি‌কে বৈদ্য‌তিক সর্টসা‌র্কি‌টের মাধ্য‌মে দাউদ মুস‌ল্লি‌র ঘর থে‌কে অ‌গ্নিকা‌ন্ডের সুত্রপাত ঘ‌টে। মুহু‌র্তেই আগু‌নের লে‌লিহান শিখা চা‌রি‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌রে। খবর পে‌য়ে সালথা ফায়ার সা‌র্ভিস স্টেশন দ্রত ঘটনা গিয়ে স্থানী‌দের সহায়তায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্র‌নে আনে। এ অগ্নিকা‌ন্ডে দাউদ মুস‌ল্লি, উজ্জল মুস‌ল্লি, বিশু চৌধুরী, রায়হান চৌধুরী, আবু তা‌হের চৌধুরীর ঘরসহ প্রায় ৭ টি বসতঘর পুড়ে যায়। এ‌তে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে প্রথ‌মিকভা‌বে ধারনা করা হ‌চ্ছে।
অগ্নিকান্ডের খবর সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ৮ই মার্চ বুধবার সকালে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন এবং তাৎক্ষনিক অগ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্ত ৬ টি প‌রিবা‌রের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, ইউপি স‌চিব আব্দুস সোবহান, ইউপি সদস্য আলী আকবর চৌধুরী, বাচ্চু মিয়া প্রমূখ।
উপ‌জেলা নির্বাহী অফিসার এসময় সাংবা‌দিক‌দের ব‌লেন, মহামা‌রি ক‌রোনা ভাইরা‌সের প্র‌কো‌পের সম‌য়ে অগ্নিকা‌ন্ডের ঘটনা দুঃখজনক, ক্ষ‌তিগ্রস্ত‌ পরিবারকে জেলা ও উপ‌জেলা থে‌কে প্রাপ্ত সবরকম সাহায্য সহ‌যো‌গিতা দেওয়া হ‌বে।
http://www.anandalokfoundation.com/