ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্লিভেজ বিতর্কে এবার আলিয়া ইব্রাহিম

admin
January 2, 2016 3:16 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিপাড়ায় ক্লিভেজ বিতর্ক মাথাচাড়া দিল আরও একবার৷  নায়িকাকে শুধু ক্লিভেজের মাপকাঠিতে বিচার করার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন দীপিকা৷ এক বিখ্যাত সংবাদপত্রে তার একটি ছাপা ছবি নিয়ে ক্ষিপ্ত মন্তব্য করেছিলেন, তিনি একজন নারী এবং তার ক্লিভেজ আছে৷শুধু সেটাকেই ইস্যু করার কোনো কারণ দেখেননি তিনি৷ গোটা বলিউড সমর্থন জানিয়েছিল তাকে৷

বছর পেরিয়ে ঠিক একই ধরনের মন্তব্য করতে দেখা গেল পূজা বেদীর কন্যা আলিয়া ইব্রাহিমকে৷ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তার কিছু ছবিতে ‘আপত্তিজনক’ মন্তব্যের উত্তরেই এ কথা বলেন তিনি৷

কখনও বিকিনিতে, কখনও অন্য খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন তিনি৷ সেই ছবিসহ প্রকাশিত একটি খবরে জানানো হয়, বলিউডে পা রাখতে তৈরি পুজা বেদির মেয়ে৷ কিন্তু অনলাইনে সে খবরের নিচে অনেকেই ‘আপত্তিজনক’ মন্তব্য করতে থাকেন৷

কেউ কেউ লেখেন, ‘পর্ন ইন্ডাস্ট্রি’র জন্য তৈরি আলিয়া৷ এ ধরনের মন্তব্যেরই জবাব দিয়েছেন তিনি৷ জনিয়েছেন,  পোশাকের নিরিকে কাউকে বিচার করাই ভুল৷ ক্লিভেজ দেখা গিয়েছে মানেই যে তিনি কাউকে আকর্ষণ করছেন এমনটা নয়৷ ব্রেস্টের নিরিখে কেনই বা তাকে বিচার করা সে প্রশ্নও তুলেছেন কিশোরী আলিয়া৷ তবে সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন, এ ধরনের মন্তব্যকে তিনি বিশেষ পাত্তা দিচ্ছেন না৷ বরং তিনি তার কাজের প্রতিই মনযোগ দেবেন৷

http://www.anandalokfoundation.com/