আগামী ১-৮ ডিসেম্বর ২০২৪ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর অনুষ্ঠিতব্য দশম এশিয়া প্যাসিফিক ডিফ গেমস (10th Asia Pacific Deaf Games 2024)-এ যোগ দিচ্ছেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়রা । বলেছেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল বশার।
আজ ২৮ নভেম্বর(বৃহস্পতিবার) বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী দাবা ও ব্যাডমিন্টন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল বশার বলেন, আগামী ১-৮ ডিসেম্বর ২০২৪ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 10th Asia Pacific Deaf Games 2024 অনুষ্ঠিত হচ্ছে। এ গেমস্ এ বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান এর নেতৃত্বে ফেডারেশনের চারজন খেলোয়াড় ব্যাডমিন্টন এবং দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মালয়েশিয়া যাচ্ছেন।
সভা শেষে খেলোয়াড়দের মধ্যে বিমানের টিকিট ও অন্যান্য সামগ্রি বিতরণ শেষে মোহাম্মদ খায়রুল বশার বলেন, বাক ও শ্রবন প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা সৃষ্টিশীল, প্রতিভাবান এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, 1st Asia Pacific Individual Deaf Chess Championship-2023 প্রতিযোগিতায় বাংলাদেশের আমিনুল ইসলাম এবং ওবায়দুল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছিলেন। এ টুর্নামেন্টেও বাংলাদেশের খেলোয়াড়বৃন্দ দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহন করে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বাংলাদেশের এ সাফল্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য সকল আন্তর্জাতিক টুর্ণামেন্টে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সদস্যদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসতিয়াক আলম, নির্বাহী সদস্য মাসুদুর রহমান, শামসুল আরেফিন ও শাহানা আক্তার বক্তব্য প্রদান করেন।