কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের কুলগামের ইয়ারিপোরা থানায় হামলা করে অস্ত্র লুট করল সন্ত্রাসীরা। এবার হামলাকারীদের টার্গেট ছিল অস্ত্র লুট করা।
সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ থানার সামনে এসে গুলিবর্ষণ শুরু করে একদল আততায়ী। কিন্তু সম্প্রতি উরি এবং বারামুলায় হামলার জের ধরে চূড়ান্ত সতর্কতা জারি করা ছিল কাশ্মিরের সব কটি থানায়।
হামলার পর পুলিশও গুলি চালায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পালিয়ে যাওয়ার আগে পাঁচ পুলিশকর্মীর রাইফেল ছিনিয়ে নিতে সক্ষম হয় হামলাকারীরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, হত্যা নয়, অস্ত্র লুটের উদ্দেশ্যেই এসেছিল তারা। কারণ, পুলিশের গুলির জবাবে খুব বেশি গুলি চালায়নি তারা। সম্ভবত অস্ত্রের সংখ্য কম থাকার কারণেই তাদের এই রণকৌশল।