মো. সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় আধুনিক অডিটরিয়াম হলরুমে সরকারী-বেসরকারী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান বিবাহ রেজিষ্টার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকদের অংশগ্রহনে কালকিনি এডিপি ওয়াল্ড ভিশন’র সার্বিক সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও সঠিক জন্ম নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, কালকিনি সাব-রেজিষ্ট্রার মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও ওয়াল্ড ভিশন এডিপি কালকিনি শাখার এডুকেশন ম্যানেজার আষিশ হালদার প্রমুখ।