ছবির আহমদ, সিলেট: বাড়ছে পানি ভেসে যাচ্ছে অনেক বাড়ি,ঘর।সুরমা নদীর তীরে অনেকের ঘরবাড়ি গুঁড়িয়ে গেছে পানিতে।বাড়ছে মানুষের দূর্ভোগ।নেই সিলেট শহরে মানুষের আনা গুনা।দিন মজুরের বাড়ছে দূভোর্গ।তার সাথে ব্যবসায়ীরা আছেন অনেক দূভোর্গে নেই কোনো ক্রেতা।
বাড়ছে রোগ।মাতা গুছানোর টাই যেন নেই তাদের।আবার অনেকেই ত্রসেছেন সিলেটে শহরে টাকা রোজগার এর জন্য কিন্ত নেই কোনো মানুষের বীড়।নেই কোনো কাজ।এমন একটি মানুষের কথা শুনলাম আজ।যিনি কিনা টাকা রোজগার ত্রর জন্য ত্রসেছেন সিলেটে।
নাম মাসুদর রহমান (২৬) বাড়ী কুমিল্লা,লাকসাম।তার দুই ছেলে।মা ববা ভাই বোন রয়েছেন।তাদের পরিবারের ত্রকমাএ রোজগার হলেন তিনি।তিনি রোজগার না করলে তার পরিবারের যেন পানতা ভাতি ঝুটেনা।তিনি পেশায় একজন দিন মজুর।তিনি সেতুর উপর দিয়ে রিকশা ঠেলান।তার কাছ থেকে জানলাম
তিনি প্রতিদিন ৪০থেকে ৬০টাকা রোজগার করতে পারেন।এতে কি তার পরিবার চলে?নাকি তার বাসার মাসিক বেতন খরচ হয় ?
আমরা কি তাদের পাশে এসে দাঁড়াতে পারিনা?নাকি ঘৃনা আমাদের অন্তরকে বানিয়েছে পাথর?আসুন মানুষের সাহায্যে এগিয়ে আসি !