ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

admin
August 17, 2015 9:47 pm
Link Copied!

যশোর প্রতিনিধি:সদর উপজেলার জয়ন্তা গ্রাম থেকে কলেজ পড়–য়া ছাত্রী ফারজানা আক্তার সাথীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।অপহৃতার পিতা রিজাউল ইসলাম বাদি হয়ে দুই সহোদরের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের আব্দুর  রশিদের ছেলে রানা,আল-আমীন।রিজাউল ইসলাম তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে ফারজানা আক্তার সাথী সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার ২য় বর্ষের ছাত্রী।

কলেজে আসা যাওয়ার সময় রানা উত্যক্তর এক পর্যায় ভয়ভীতি দেখাতো।ইতিপূর্বে মোটর সাইকেল যোগে সাথীকে অপহরণ করে তার পিতৃলয় দিয়ে যায়। পরবর্তীতে রোববার বিকেল আনুমানিক ৫ টার সময় সাথী তার খালা বাড়ি হতে বাড়িতে ফেরার সময় জয়ন্তা গ্রামে রিজাউল ইসলামের বাড়ির কাছে পৌছালে দুই মোটর সাইকেল যোগে বেশ কয়েকজন সাথীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

http://www.anandalokfoundation.com/