আসলে কে কত মহান, কার দক্ষতা কতটা তার প্রমান সবথেকে বেশি পাওয়া যায় কঠিন সময়ে। বর্তমানে বিশ্বের সামনে কঠিন পরিস্থিতি উৎপন্ন হয়েছে। চীন থেকে শুরু করে ইতালি অন্যদিকে ইউরোপ থেকে শুরু করে সৌদি আরব সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত যেভাবে একতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। প্রথমে ১৩০ কোটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো জনতা কারফিউতে অংশ নেওয়া। তৎপর বিকেল ৫ টার পর জনগণ যেভাবে হাততালি বাজিয়ে, শঙ্খ বাজিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়তা দেখিয়েছে।