অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতে করোনার বিরুদ্ধে লড়াই করা ডাক্তারসহ যোদ্ধাদের সন্মান জানাতে থালা বাজিয়ে, শঙ্খনাথ করে উৎসাহ বৃদ্ধি করেছে। এমন দৃশ্য সমস্ত ভারতীয়দের উৎসাহ প্রদানের সাথে সাথে মূগ্ধ করেছে।
আজ রবিবার বিকেল ৫ টার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সমস্থ ভারতীয় পরিবেশকে জীবাণু মুক্ত করতে শঙ্খ, কাঁসার থালা বাজানো অনেক পুরানো সনাতনী পদ্ধতি অনুসরণ করেছে, তাতে লিবারেল গ্যাং, বামপন্থী ও কট্টরপন্থীদের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে।
আসলে কে কত মহান, কার দক্ষতা কতটা তার প্রমান সবথেকে বেশি পাওয়া যায় কঠিন সময়ে। বর্তমানে বিশ্বের সামনে কঠিন পরিস্থিতি উৎপন্ন হয়েছে। চীন থেকে শুরু করে ইতালি অন্যদিকে ইউরোপ থেকে শুরু করে সৌদি আরব সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত যেভাবে একতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। প্রথমে ১৩০ কোটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো জনতা কারফিউতে অংশ নেওয়া। তৎপর বিকেল ৫ টার পর জনগণ যেভাবে হাততালি বাজিয়ে, শঙ্খ বাজিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়তা দেখিয়েছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের দরুন পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চীন থেকে উৎপন্ন হয়ে এই ভাইরাস ইউরোপ, এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জানিয়ে দি, করোনা ভাইরাস যাতে ভারতে তৃতীয় স্টেজে পৌঁছাতে না পারে তার জন্য মোদী সরকার ওয়ার মুডে কাজ করছে। একইসাথে দেশের সমস্থ রাজ্য সরকারগুলিও সমস্থ শক্তি ঝুঁকে দিয়ে ভাইরাসকে আটকানোর চেস্টা চালাচ্ছে।