মেহের আমজাদ,মেহেরপুরঃ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের মন্ডলপাড়ায় সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম সুমনের বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনি নিয়ে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন। সাংস্কৃতিক সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম সুমন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পীরা।