ক্ষুদ্র-নৃ গোষ্ঠি নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ইউনিসেফ ঘোষিত “ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা” মূলসুরকে ভিত্তি করে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে উপজেলার আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহানের সভাপতিত্বে উপজেলার গোডাউন পাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিধি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, রাজশাহী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, রাজশাহী কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমব্রম,অজিত সরদার, উপজেলার আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক খুদিরাম এক্কা প্রমূখ।