বিনোদন ডেস্কঃ ভারতের “দক্ষিণী” সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। ১৯৭৯ সালে প্রথমে তিনি শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে পা রাখেন। ১৯৯৯ সালে ‘রাজা কুমারুড়ু’ চলচ্চিত্রে প্রীতি জিনতার বিপরীতে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তারপর অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন মহেশ।
শিশু চরিত্র বাদে মহেশ বাবু এ পর্যন্ত ২৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভারত আনে নেনু’। এটি আগামী ২৭ এপ্রিল মুক্তি পাবে। তার পরবর্তী চলচ্চিত্র ‘এমবি২৫’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন পূজা হেজ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পূজা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সম্প্রতি ‘এমবি২৫’ চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটির কাস্টিং এজেন্সি সকল আনুষ্ঠানিকতা শেষ করেছে।
‘এমবি২৫’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন বামসি পেইডপ্যালি। এটি যৌথভাবে প্রযোজনা করছেন দিল রাজু ও অশ্বনী দত্ত। খুব শিগগির এর শুটিং শুরু হবে। তবে এরই মধ্যে চলচ্চিত্রটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।