শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে শান্তি-তে নোবেল পেতে চলেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চলমান প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হলেন ।
রসায়ন, পদার্থ বিদ্যা, সাহিত্যে কারা নোবেল পেয়েছেন সেই খবর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবার নোবেলের পঞ্চম বিভাগ শান্তি-তে এল নোবেল। কেবল বাকি রইল অর্থনীতি।
এর আগে নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা ও বারাক ওবামার মতো ব্যক্তিত্বরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে তাঁর প্রচেষ্টার জন্য তিনি এই সম্মান পেলেন। বিশেষত প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে তিনি সিদ্ধান্তমূলক উদ্যোগ নিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পূর্ব এবং উত্তর-পূর্ব আফ্রিকান অঞ্চলে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ বন্ধের চুক্তি স্বাক্ষরিত হয়।
তাঁর হাতে স্টকহোমে তুলে দেওয়া হবে এই পুরস্কার। পুরস্কার বাবদ তিনি ৯ মিলিয়ন সুইডিশ ক্রনার পুরস্কার স্বরূপ পাবেন। বিগত বছরে নোবেল শান্তি পুরস্কার যৌথ ভাবে পেয়েছিলেন দানিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ। নাদিয়া মুরাদ যুদ্ধক্ষেত্রে যৌন হেনস্থা বন্ধ করার জন্য। যে সকল মানুষেরা জাতির কল্যাণের জন্য ও দেশে শান্তি স্থাপনের জন্য কাজ করে থাকেন প্রতিবছর তাঁদেরকে এই পুরস্কারের জন্য বাছা হয়। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। তিনি হলেন এই বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার গ্রাহক।
এখনও পর্যন্ত ১০৬ জন নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের মধ্যে ১৭ জন হলেন মহিলা। ১০ বছর আগে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সৌভাত্রিত্ব স্থাপন এবং মানুষকে সহযোগিতা করার জন্য।