অর্থনৈতিক প্রতিবেদক: পানি ব্যবস্থাপনায় প্রকল্প হাতে নিয়েছে সরকার। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এই প্রকল্পে সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের ব্যয় হবে ৪৮২ কোটি ১০লাখ টাকা। এর মধ্যে প্রায় ৩৫৫ কোটি টাকা (সাড়ে ৪ কোটি ডলার) প্রকল্প সহায়তা দিচ্ছে এডিবি। রোববার পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ লক্ষ্যে ঋণচুক্তি স্বাক্ষর হবে।
প্রকল্পের আওতায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা ও যশোর জেলার সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে নেদারল্যান্ড সরকার অনুদান হিসেবে দেবে ৭০লাখ ডলার। সব মিলে প্রকল্প বাস্তবায়নে ৪০৪ কোটি টাকার সহায়তা পাওয়া যাবে। এর আগে এ বিষয়ে একটি ঋণপ্রস্তাব অনুমোদন দেয় এডিবির প্রধান কার্যালয়। গত ৬ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছিল এডিবির ঢাকা কার্যালয়।
সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখপাত্র গোবিন্দ বার এ বিষয়ে জানান, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সেচ ব্যবস্থাপনায় এটি এডিবির দ্বিতীয় পর্যায়ের অর্থায়ন। এর আগে ২০০৫ সালে এ খাতে ২ কোটি ডলার দিয়েছিল এডিবি। ওই সময় নেদারল্যান্ড সরকারের তহবিল থেকে অনুদান বাবদ পাওয়া গিয়েছিল ১ কোটি ২৫ লাখ ডলার।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, এডিবির সহায়তা সামনে রেখে ২৬ আগষ্ট প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় পাঁচ জেলার ১৬ উপজেলায় বাস্তবায়ন করা হবে ১১টি উপপ্রকল্প। এতে মোট ৪৮২ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৭৮ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ করতে ২০২২ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
সূত্র জানায়, এডিবি ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় একই ধরনের একটি প্রকল্প এর আগে নড়াইলে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির সফলতায় এডিবি নতুন করে একই ধরনের প্রকল্পে অর্থায়নে উৎসাহ প্রকাশ করে। তাছাড়া প্রথম পর্বের মূল প্রকল্পের সঙ্গে প্রস্তাবিত পাঁচ জেলায় একই ধরনের কাজের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। যাচাই সমীক্ষার প্রতিবেদনের আলোকে নতুন প্রকল্পটি হাতে নেয়া হয়।
ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ফরিদপুর সদর, নগরকান্দা, আলফা ডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, মধুখালী, ভাঙ্গা উপজেলা। রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, বালিয়াকান্দী, কালুখালী উপজেলা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে।
একই সঙ্গে খুলনা বিভাগের মাগুরা জেলার মাগুরা সদর, শালিখা এবং যশোর জেলার ঝিকরগাছা, চৌগাছা এবং শার্শা উপজেলাকে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয়েছে। প্রকল্প এলাকার যৌক্তিকতায় পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের আওতায় পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন পূর্বক সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, হাইড্রোলজিক্যাল ইউনিটে বিভক্ত এলাকায় অংশীদারিত্বমূলক সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা কার্যক্রম, অবকাঠামো পুনর্বাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমে সুবিধাভোগীদের অংশগ্রহণ ও উন্নয়ন সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অংশীদারিত্বমূলক সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার আলোকে পরিকল্পনা, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং নিবিড় পরিবীক্ষণ বিষয়ে সাংগঠনিক দক্ষতা দৃঢ়করণ। এছাড়া পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচিত এলাকায় দারিদ্র্য বিমোচনপূর্বক সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নের জন্যই প্রকল্প নেওয়ার মূল উদ্দেশ্য।