আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। বাংলাদেশ ক্রিকেট লিগে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে অনুশীলনে নেমেছেন মাশরাফী।
তবে তিনি জানায়, পিঠে ব্যথা থাকায় বিসিএলে না খেলার সম্ভাবনাটাই বেশি। বিপিএল এর জন্য ফিট করতে চান নিজেকে।
দীর্ঘদিন পর অনুশীলনে ফিরলেও লম্বা রান-আপ নিয়ে বোলিং করেননি মাশরাফী। মাহমুদউল্লাহ রিয়াদকে নেটে বোলিং করেছেন খানিকক্ষণ। এরপর আড্ডায় মাতেন সতীর্থদের সঙ্গে।
মাশরাফী আশা করছেন আগামী সপ্তাহের মধ্যেই ফুল রান-আপে বোলিং করতে পারবেন।
উল্লেখ, আসন্ন বিপিএলে ঢাকা’র হয়ে খেলবেন তিনি। তার দলে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ সহ আরো দেশ ও বিদেশের তারকা ক্রিকেটার।