সৌদি আরবের সাথে মিল রেখে রোববার স্থানীয় সময় সকাল ৬টা ৭ মিনিটে ঈদের বড় জামাত দুবাইয়ের আল বারাহা ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়। লাখো মুসুল্লির উপস্থিতিতে সেখানে ঈদের জামাত সম্পন্ন হয়।
বহুজাতিক এই শহরে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলিমরা তাদের ঈদের জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আদায় করলেও মুসলমানদের বৃহত্তম এই উৎসবে বিভিন্ন দেশের ভিন্ন ধর্মাবলম্বীরাও শুভেচ্ছা বিনিময় করেন। মুসুল্লিরা ঈদের জামাত শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দেন।
বাংলাদেশি প্রবাসী পরিবারগুলো একে অপরের মধ্যে কুরবানির তবারক বিতরণ করেন। এদিকে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে কন্স্যাল জেনারেলের বাসভবনে রাত নয়টায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়ের কথা রয়েছে।