যশোরের শার্শায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল ও ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
মঙ্গলবার(৫ জুন)দুপুরে যশোর ডিবির পৃথক দুটি অভিযান পরিচলনা করে শার্শা থানাধীন শার্শা মাঠপাড়া গ্রামস্থ জনৈক মন্টার হাওয়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে ১৫০পিস ইয়াবা ও একই থানার পাকসিয়া সাকিনস্থ শিমুলতলা খলিশাগামী কাঁচা রাস্তার উপর হতে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক আসামীরা হলেন,শার্শা থানাধীন কামারপাড়া গ্রামের সেলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম নয়ন (২২) শার্শা থানাধীন পাকশিয়া গ্রামের মৃত নবাব আলী খাঁর ছেলে তাইজেল খাঁ (৩৩)।
উদ্ধারকৃত আলামতের মূল্য ১.৯০.০০০ টাকা
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের হয়েছে।