ডেস্ক নিউজঃ ইরাকের রাজধানী বাগদাদ এবং এর আশেপাশের এলাকায় পৃথক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৭ জন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।
সোমবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশের খালিস শহরে, প্রথম গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয় ৩৫ জন, আর আহত হয় অর্ধশতাধিক। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, আল জুবায়ের শহরের একটি ব্যস্ত মার্কেটের সামনে। এ হামলায় নিহত হয় ১০ জন, আহত হয় অন্তত ২৫ জন।
এছাড়াও উত্তরের হুসাইনিয়া জেলায় আরেকটি বিস্ফোরণে নিহত হয় ১২ জন। আহত হয় আরো অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এসব ঘটনায় জড়িত থাকতে পারে জঙ্গী সংগঠন আইএস।