ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইভিএমে ভোট দেওয়া শেখাবে নির্বাচন কমিশন

ডেস্ক
December 15, 2022 12:43 pm
Link Copied!

ওয়ার্ড পর্যায়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া শেখাবে নির্বাচন কমিশন (ইসি)। রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনকে সামনে রেখে  এ সংক্রান্ত একটি নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

ইসির উপ-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা শাখা) মো. আতিয়ার রহমানের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই দিনব্যাপী ভোটার শিক্ষণ কার্যক্রম আয়োজন করতে হবে। প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডে একটি করে ভোটার শিক্ষণ কেন্দ্র স্থাপন করত: ভোটকেন্দ্র ভিত্তিক ভোটার শিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্বাচনি এলাকার সব ভোটার যাতে ভোট শিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশ নিয়ে ভোটদান পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারে এ বিষয়ে পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে।

অপরদিকে নির্দেশনায় ইভিএম নিয়ে স্পষ্ট ধারণা দিতে সব প্রার্থী, ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রচার চালানোর জন্যও বলা হয়েছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। আগামী ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৭০ জন। এর মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে হিসেবে এই সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ার।

http://www.anandalokfoundation.com/