13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আসামে নাগরিকত্বের আবেদনের প্রমাণ না থাকলে মিলবে না আধার কার্ড

Rai Kishori
September 10, 2024 3:17 pm
Link Copied!

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বিশ্বশর্মা জানান, যাদের কাছে আসাম সরকারের চালু করা জাতীয় নাগরিক নিবন্ধনের (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস–এনআরসি) আবেদনের প্রমাণ নেই, তাদের আর সরকারি পরিচয়পত্র আধার কার্ড দেওয়া হবে না। জনসংখ্যার তুলনায় আধার কার্ডের জন্য আবেদনের সংখ্যা বেশি হওয়ায় এ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার।

গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবৈধ বিদেশিদের শনাক্তকরণের প্রক্রিয়া জোরদার করার কারণ হলো, গত দুই মাসে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং প্রতিবেশী দেশটির কাছে হস্তান্তর করা হয়েছে।’

মুখ্যমন্ত্রীহিমন্ত বিশ্বশর্মাবলেন, ‘আধার কার্ডের আবেদনের সংখ্যা জনসংখ্যার চেয়ে বেশি। অর্থাৎ সন্দেহজনক নাগরিক রয়েছে। তাই তাদের চিহ্নিত করতে এসওপি চালু করা হচ্ছে। যাদের কাছে এনআরসির আবেদনপত্রের নম্বর নেই, তারা আধার কার্ড পাবেন না।’ আগামী ১ অক্টোবর থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) চালু করতে চলেছে রাজ্য সরকার।

সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অবৈধভাবে যারা প্রবেশ করছেন, তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই ব্যক্তিদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে রাজ্যে সার্বিকভাবে সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।’

তবে এর আগে যে ৯ লাখ ৫৫ হাজার মানুষ আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে। কারণ, তাদের ওই আবেদনপত্র জমা নেওয়ার সময় ‘বায়োমেট্রিক লক’ করা হয়েছিল। বিশ্বশর্মা আরও বলেন, কোনো ব্যক্তিকে আধার কার্ড দেওয়া হবে কি হবে না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্র সরকার রাজ্যকে দিয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের চারটি জেলায় মোট জনসংখ্যার চেয়ে বেশি সংখ্যক আধার কার্ডের আবেদন জমা পড়েছে। এর মধ্যে বরপেটায় (১০৩.৭৪ শতাংশ), ধুবড়িতে (১০৩ শতাংশ) এবং মরিগাঁও এবং নগাঁও উভয় জেলায় জমা পড়া আধার কার্ডের সংখ্যা জনসংখ্যার ১০১ শতাংশ। অবৈধ সীমান্ত পারাপার চিহ্নিত ও প্রতিরোধ করতে সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হবে বলে জানিয়েছেন বিশ্বশর্মা।

http://www.anandalokfoundation.com/