13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হ্যান্ডশেক নয়, কাজ চালান ভারতীয় স্টাইল ‘নমস্তে’-র মাধ্যমে -জার্মান প্রধানমন্ত্রী

Rai Kishori
March 4, 2020 10:55 am
Link Copied!

বিশ্বের বিভিন্ন প্রান্তে রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা মারণ ভাইরাস। চিনে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করানো ভাইরাসকে। দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারাও এ নিয়ে বেশ সন্ত্রস্ত। তাই হ্যান্ডশেকেও এসেছে বাধা।

সম্প্রতি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে হ্যান্ডশেক বনধের ট্রেডমার্ক হয়ে উঠেছে। সবাই বলছেন হ্যান্ডশেক নয়, কাজ চালান ভারতীয় স্টাইল ‘নমস্তে’-র মাধ্যমে।

জানা গিয়েছে অ্যাঞ্জেলা মর্কেল সম্প্রতি বার্লিনে একটি মিটিংয়ে গিয়েছিলেন। সেখানেই দেখা গিয়েছে তিনি তারই ক্যাবিনেটের এক মন্ত্রীকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু মন্ত্রীমশাই পত্রপাঠ নাকচ করে দিয়েছেন তা। প্রথমে চ্যান্সেলর একটু হকচকিয়ে গেলেও পড়ে বিষয়টি বুঝতে পেরে সামলে নিয়েছেন। পরে বিষয়টি নিয়ে নিজেরাই হাসি ঠাট্টায় মজেছেন।

সেই ভিডিও আপাতত করোনা ভাইরাসের প্রভাব এই হিসাবে সোশ্যাল মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা বলছেন, ভারতের মতো অভিবাদন আদান প্রদান হোক নমস্তের মাধ্যমে। যেমনটা করে থাকেন নরেন্দ্র মোদী কিংবা অমিতাভ বচ্চনের বিখ্যাত ভূমিকায় নমস্তে।

http://www.anandalokfoundation.com/