ছবির আহমেদ আবিরঃ ব্যবহারকারীদের জন্য কিছু দিনের মধ্যেই ডিজলাইক বাটন যোগ করতে যাচ্ছে ফেসবুক। অর্থাৎ এখন থেকে যে কোনে পোস্টে ব্যবহারকারীরা নিজেদের অপছন্দের বিষয়টি প্রকাশ করতে পারবেন।
মঙ্গলবার ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে সামাজিক এই যোগাযোগমাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এ তথ্য জানান। জুকারবার্গ জানান, ২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ বাটন চালু হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। তিনি বলেন, ‘অনেক বছর ধরে লোকজন ডিজলাই বাটনের জন্য অনুরোধ জানিয়ে আসছে। সম্ভবত শত শত মানুষ এর জন্য অনুরোধ জানিয়েছে এবং আজকের এই দিনটি একটি বিশেষ দিন। কারণ আমি আসলে বলতে চাচ্ছি, আমরা এর ওপর কাজ করছি এবং খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে এটি চালু করব।’