14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আমার ভাইয়ের একজন খুনীও বিনা বিচারে পার পাবে না

admin
October 8, 2016 8:13 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক, জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও সাবেক পিপি এডভোকেট হাবিবুর রহমান ও তার সহোদর মনির মুন্সীর ১৫তম শাহাদাৎ বার্ষিকী পালন, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন শরীয়তপুর জেলা শ্রমীক লীগ আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম।

এ সময় তিনি আরও বলেন, এডভোকেট হাবিবুর রহমান আমার সহকর্মী ছিলেন তবুও আমাদের মধ্যে সম্পর্ক ছিল ভাইয়ের মতো। আজ আমার ভাতিজা ও সহকর্মী নিহত হাবিবুর রহমানের পুত্র এডভোকেট পারভেজ রহমান জন নিহত মনির মুন্সীর পুত্র বোরহান মুন্সীদের স্বাগত বক্তব্যে তাদের অভিপ্রায় পানির মতো পরিস্কার হয়ে উঠেছে। আমি এ মঞ্চে দাড়িয়ে কথা দিচ্ছি যতদিন এ আদালতে একজন আইনজীবীও পেশাগত দায়িত্ব পালন করবে ততদিন এ হত্যা মামলার একজন আসামীও বিনা বিচারে পার পাবে না।

নিহতের স্ত্রী জিন্নাত হাবিব বলেন, যারা নিহত হাবিব ও মনিরকে মনে রেখেছেন আর আমি ও আমার সন্তানকে ভালোবেসে উপস্থিত হয়েছেন সকলকে শ্রদ্ধাভরে সালাম জানাই। হাবিব কারো ক্ষতি করেনি। তবুও হাবিব ও মনিরকে হত্যা করা হয়। আমি হত্যাকারীদের ঘৃণা করি। জেলা আওয়ামীলীগও হত্যাকারীদের ঘৃণা করতে শিখবেন। হত্যাকারীদের পাশে বসাবেন না। হাবিব ও মনির হত্যার বিচার নাও পাই তবুও হত্যাকারীদের ঘৃনা করতে তো পারবো। ছোট ভাই মনির কোন রাজনীতি করতেন না। সে শুধু ব্যবসা করতো। কি অপরাধ ছিল মনিরের। শুধু ভাইকে রক্ষা করতে চেয়েছিল। হত্যাকারীদের বিচারের আওতায় আনতে আইনজীবীদের সহায়তা কমনা করছি। আজ যারা হাবিব ও মনিরকে স্মরণ করে উপস্থিত হয়েছেন আপনারা আমার সাথে থাকলে স্বামী ও দেবর হত্যার বিচার পাব আর আমার ও আমার সন্তানের আত্মার শান্তি হবে।

শনিবার দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এড. হবিবুর রহমান ও মনির মুন্সী স্মরণে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহতের সহধর্মিনী জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাত হাবিব, জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. আবুল কালাম আজাদ, পাবলিক প্রসিকিউটর এড. মির্জা হযরত আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এড. বশিউল ইসলাম বশির, পৌরসভা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এমএ মজলিস খান, সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক লিটন সরদার, জেলা ছাত্রলীগ আহবায়ক মহসীন মাদবর প্রমূখ।

http://www.anandalokfoundation.com/