প্রিয়া চাকমাঃ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় অফ সিজনেও পর্যটকদের পদভারে মুখরিত বান্দরবান পার্বত্য জেলা।
প্রতিটি ট্যুরিস্ট পয়েন্টে এখন দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। বিশেষ করে নীলগিরি’র ওপর দাঁড়িয়ে মেঘ ধরার হাতছানি উপেক্ষা করতে পারছেন না ভ্রমণকারীরা।
বাংলাদেশে মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালকেই পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। এরপর থেকে প্রখর রোদের পাশাপাশি হঠাৎ করে বৃষ্টি’র মৌসুম শুরু হওয়ায় পর্যটকরা তেমন পাহাড়মুখি হন না।
কিন্তু এবার মার্চ মাসের মাঝামাঝিতেও পর্যটকরা ছুটছেন বান্দরবনের পথে। পাহাড়ের চুড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার লোভ সামলাতে পারছেন না তারা। তার সাথে আঁকা-বাঁকা পাহাড়ি পথতো রয়েছেই।
শিশুদের কাছে বান্দরবন এবং নীলগিরি মানেই অন্যরকম অনুভূতি। এদিক-সেদিক ঘুরে বেঁড়ানো, সে সাথে ছবি তোলাতো রয়েছেই। পেছনে মেঘ রেখে সেলফি তোলার ক্ষেত্রে বড়রাও পিছিয়ে নেই।
নীলগিরি’র পাশাপাশি শৈলপ্রপাত, মেঘলা, নীলাচল এবং চিম্বুকেও রয়েছে পর্যটকদের সমান আকর্ষণ। চলতি মাসের পুরোটা জুড়েই পর্যটকদের এ ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।