ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মা দিবসে মেহেরপুর পৌরসভা মা-মেয়ের উপহার প্রদান

admin
May 9, 2016 8:40 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ আন্তর্জাতিক মা দিবস ঊপলক্ষে মেহেরপুর পৌরসভা ও ইউজি আই আই ও আই আই আই-এর আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র হাজী মোতাচ্ছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। কেউ কাঁদেনি প্রসবকালে কেঁদেছিল মা মনির খানের এই গান ক্ষুদে গানরাজ উদয় এরকন্ঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন ২নং ওর্য়াড কাউন্সির আল –মামুন। অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভা কর্তৃক পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের নয় জন রত্নগর্ভা প্রতিটি মাকে ১০ হাজার টাকা, কাপড় ও ক্রেস্টসহ ব্যাবহার্য সামগ্রী এবং ১০ জন কৃতিমাকে তাদের পরিশ্রমের জন্য প্রত্যেকবে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ১৫২ জন ছাত্রীকে একটি করে ছাতা প্রদান করা হয়। পাশাপাশি একই অনুষ্ঠানে উজুলপুর  প্রাথমিক বিদ্যালয়ের বকেয়া বিদ্যুঃ বিল বাবদ নিজস্ব তহবিল থেকে ১৫ হাজার টাকা প্রধান শিক্ষকের তুলে দেওয়া হয়।

http://www.anandalokfoundation.com/