ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

admin
June 23, 2016 9:06 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আজ ২৩ জুন। আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছাতে মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ জনমুখী প্রশাসন গড়ে জনগণের ক্ষমতায়নকে ত্বরান্বিত করা এ দিবসের উদ্দেশ্য। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস।’
দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি বাণীতে বলেন, পাবলিক সার্ভেন্টদের কাজের স্বীকৃতি প্রদান ও মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে। রাষ্ট্রপতি বলেন, যুগোপযোগী, মানসম্পন্ন ও পরিবর্তনশীল সিভিল সার্ভিস জনগণকে দ্রুততার সাথে কাক্সিত সেবা প্রদানে সক্ষম। মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ জনমুখী প্রশাসনব্যবস্থা গড়ে জনগণের ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, জনগণের কল্যাণে বর্তমান সরকারের প্রশাসন নিরন্তর কাজ করে যাচ্ছে। একটি দায়িত্বশীল ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা আর্থসামাজিক উন্নয়নের পূর্বশর্ত। তিনি বলেন, বাংলাদেশের সিভিল প্রশাসন সরকারের নির্বাহী অঙ্গ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জনসেবা প্রদানে নিবেদিত ও অঙ্গীকারবদ্ধ সিভিল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বদা সচেষ্ট। তিনি বলেন, বর্তমান সরকার দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণে সক্ষম একটি দক্ষ, কার্যকর এবং গতিশীল জনপ্রশাসন সৃষ্টির লক্ষ্যে দৃঢ়ভাবে সচেষ্ট।
http://www.anandalokfoundation.com/