13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আত্মঘাতী হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১০

admin
August 16, 2015 10:55 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বোমা হামলায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদাসহ ১০ জন নিহত হয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সৈয়দ এলাহী স্বরাষ্ট্রমন্ত্রীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডন এর অনলাইন সংস্করণ।

রবিবার ওই বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের ভবনটির ছাদ ধসে পড়েছে এবং জানালাগুলোও ভেঙে চুরমার হয়ে গেছে। শাদি খান গ্রামে অবস্থিত খানজাদার রাজনৈতিক কার্যালয়ে সেসময় স্থানীয় সরকার লয়া জিরগার বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠকে অন্তত ৫০-১০০ জন মানুষ উপস্থিত ছিলেন। যাদের বেশিরভাগই ওই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় সুজা খানজাদা যে তাঁর রাজনৈতিক কার্যালয়েই ছিলেন সে বিষয়টি পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। মন্ত্রীর ছেলে সোহরাব খানজাদা দেশটির জিও নিউজকে বলেছেন, তাঁর বাবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছে, হামলায় সুজা খানজাদা মারাত্মকভাবে আহত হয়েছেন। আবার কোনো কোনো খবরে বলা হচ্ছে, ওই ধ্বংসস্তূপেই চাপা পড়েছেন তিনি। বোমা হামলায় ভবনটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ২০ থেকে ২৫ জন চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ধ্বংসাবশেষ সরাতে গিয়ে উদ্ধারকর্মীরা সাতটি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে উপ পুলিশ সুপার হাজরো সৈয়দ শওকত শাহের লাশও আছে বলে ডনের খবরে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলোর দাবি, নিষিদ্ধঘোষিত লস্কর-ই-জাংভি আত্মঘাতী ওই বোমা হামলার দায় স্বীকার করেছে। জুলাইয়ে সংগঠনটির প্রধান মালিক ইসাক নিহত হওয়ার পর থেকে সুজার প্রতি জীবননাশের হুমকি ছিল।

http://www.anandalokfoundation.com/