14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ ১লা জুন মঙ্গলবার দেখুন রাশিফল

Dutta
June 1, 2021 6:58 am
Link Copied!

দিনের শুরুতে দেখুন নিজের রাশিফল। আর সারাদিন সেই ভাবেই কাটান। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন। আজ ১লা জুন মঙ্গলবার দেখুন রাশিফল।

মেষঃ চিঠির মাধ্যমে গোটা পরিবারে খুশির খবর আসবে। নিজের ভালো লাগে এমন কাজ করুন। আজকের দিনে সবকিছুই আপনার ইচ্ছানুসারে এগোবে। বন্ধুদের সঙ্গে পার্টিতে অনেক অর্থ ব্যয় করেও আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকবেন।

বৃষভঃ চারপাশের ঘটনার দিকে খেয়াল দিন। কোন সাধুর থেকে স্বর্গীয় জ্ঞান অনুভব করবেন। চিঠির মাধ্যমে গোটা পরিবারে খুশির খবর আসবে। বিদেশী ব্যবসায় আজকের দিনে আর্থিক ক্ষতির সম্ভাবনা, বুঝে শুনে পদক্ষেপ নিন।

মিথুনঃ পছন্দসই ফল পেতে হলে মন দিয়ে কাজ করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় বেশি খাওয়া এড়িয়ে চলুন। বিশ্বের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজেকে খুঁজুন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

কর্কটঃ কাজের জায়গায় সবকিছু আপনার পক্ষে থাকবে। অসুস্থতা থেকে সেরে উঠে খেলাধূলায় অংশ নিন। ভালোবাসার মানুষের শরীর খারাপ থাকার কারণে, তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান ভেস্তে যাবে। এমন আত্মীয়দের এড়িয়ে চলুন, যারা ঋণ নিয়ে ফেরত দেয় নি।

সিংহঃ আজ ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে, তাঁকে ভীষণভাবে মিস করবেন। আজকের দিনে শরীর ভালো থাকবে। কাজের ফাঁকে সময় বের করে ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে যেতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো।

কন্যাঃ আজকের দিনে আত্মীয় এবং বন্ধুদের থেকে উপহার পাবেন। ভালোবাসার মানুষের শরীর খারাপ থাকার কারণে, তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান ভেস্তে যাবে। অন্যদকে খুশি করে, বেশি ব্যয় ঠিক নয়। আজকের দিনে শরীর ভালো থাকবে।

তুলাঃ সফরের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে। দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। পুরনো বন্ধুর সাহায্যে জীবন্টা সুন্দর হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে।

বৃশ্চিকঃ অবসর সময়টা অফিসের কাজ করতেই কেটে যাবে। আজকের দিনে বাড়ি থেকে বেরোনোর আগে বড়দের আশীর্বাদ নিন। বেশি কাজের ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে।

ধনুঃ রাতের দিকে ছাদে গিয়ে কিছুটা সময় একা কাটাতে পছন্দ করবেন। অন্যদকে খুশি করে, বেশি ব্যয় ঠিক নয়। আজকের দিন এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনের সেরা দিন হবে। নিজের ভালো লাগে এমন কাজ করুন।

মকরঃ ফাঁকা সময়ে নিজেকে বুঝুন, নাহলে সমস্যায় পড়বেন। অর্থের গুরুত্ব বুঝে বেশি ব্যয় না করে, সঞ্চয়ে মন দিন। কাছের মানুষের কাজের জন্য, আপনার পূর্ব পরিকল্পনা ভেস্তে যাবে। সঙ্গীর পরিবারের লোকজনের আগমনে সাংসারিক জীবনে কিছুটা সমস্যা হতে পারে।

কুম্ভঃ কোন কারণে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা হতে পারে। অর্থের গুরুত্ব বুঝে বেশি ব্যয় না করে, সঞ্চয়ে মন দিন। কারোর সঙ্গে ঝগড়ার কারণে মেজাজ খারাপ হবে। আজকের দিনে পুরনো অসুখ থেকে মুক্তি পাবেন।

মীনঃ আজকের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার পক্ষে শুভ। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। গৃহিণীরা আজকের ফাঁকা সময়ে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। জমি সংক্রান্ত বিষয়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

http://www.anandalokfoundation.com/