ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ মঙ্গলবার ১৮ এপ্রিল রাশি অনুসারে আপনার ভাগ্য পরিবর্তনে পরামর্শ

ডেস্ক
April 18, 2023 6:56 am
Link Copied!

আজ মঙ্গলবার ১৮ এপ্রিল রাশি অনুসারে আপনার ভাগ্য পরিবর্তনে পরামর্শঃ  চন্দ্র দিনরাত মীন রাশিতে সঞ্চার করবে। পাশাপাশি আজ সমস্ত রাশির ওপর উত্তরাভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। কর্কট ও সিংহ রাশির জাতকরা আজ সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবে।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের জন্য় আজকের দিনটি অনুকূল নয়। আজ কিছু বাধা-বিঘ্ন উৎপন্ন হতে পারে। তবে বুদ্ধি প্রয়োগ করে কাজ করলে সাফল্য লাভ করতে পারবেন। কাউকে টাকা ঋণ দিয়ে থাকলে, তা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রদের কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। অংশীদারীত্বে ব্যবসার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি আপনাদের জন্য উত্তম। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্ধ্যা নাগাদ সাবধানে গাড়ি চালান।

এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুর আরাধনা করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। চাকরিজীবীদের আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। তখনই সাফল্য লাভ করতে পারবেন। আজ আপনার পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হবে। হঠাৎই পারিবারিক ব্যয় বাড়তে পারে। এর ফলে মানসিক অবসাদ হবে। তবে নিজের বাজেট মাথায় রেখে ব্যয় করুন। তা না-হলে অর্থাভাবের শিকার হতে পারেন। আজ রাজনৈতিক সমর্থন লাভ করবেন এই রাশির জাতক। আপনাদের আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে।

এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। অসহায়দের সাহায্য করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন এই রাশির জাতকরা। ছোট বাচ্চারা আনন্দিত থাকবে। টাকা-পয়সার ক্ষেত্রে শ্বশুরবাড়ির সদস্যদের কারণে অবসাদগ্রস্ত থাকতে পারেন। তাই সতর্ক থাকুন। আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হতে পারেন। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়িক কারণে করে থাকা যাত্রা সফল হবে। নতুন চুক্তি সম্পন্ন হতে পারে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হইহট্টগোল করে কাটিয়ে দেবেন।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে জল নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। প্রেম বিবাহে ইচ্ছুক জাতকরা সাফল্য লাভ করবেন। প্রথমে বাধা উৎপন্ন হলেও পরে সকলে সহমত পোষণ করবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার ফলে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার জন্য যে চেষ্টা করবেন, তাতে সাফল্য লাভ করতে চলেছেন এই রাশির জাতকরা। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। অংশীদারীত্বে ব্যবসা করার জন্য দিন ভালো।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে জল নিবেদন করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। ছাত্ররা সাফল্য লাভ করবেন। আজ শিক্ষকদের সাহায্য ছাত্রছাত্রীরা ভবিষ্যতের রণনীতি তৈরি করতে পারবেন। রোজগারের উদ্দেশে যে চেষ্টা করবেন, তাতে সাফল্য লাভ করতে চলেছেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সময়ের আগে নিজের পরিকল্পনা পুরো করতে পারবেন। যার ফলে প্রভাব ও যশ বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে যে যাত্রা করবেন তা সুখপূর্ণ ও লাভজনক প্রমাণিত হবে। জীবনসঙ্গী আপনাকে কোনও উপহার দিতে পারে। জরুরি কাজ পূরণের জন্য অন্যের সহযোগিতা নিতে সফল হবেন।

এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ বস্তু দান করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে। পরিবারের প্রয়োজনীয়তায় কিছু ব্যয় সম্ভব। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান, তা না-হলে পেটে গোলযোগ দেখা দিতে পারে। জীবনসঙ্গীর আপনার সৃজনশীল গতিবিধির দ্বারা প্রভাবিত হবেন। গুরুত্বপূর্ণ কাজে আপনার পরামর্শ নেবেন। প্রেম জীবন সুখে কাটবে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারবেন কন্যা রাশির জাতকরা। এতে অর্থ ব্যয় হলেও যশ বৃদ্ধি হবে। সন্তানের ভবিষ্যতের সমস্ত চিন্তা সমাপ্ত হবে।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। বজরংবলীর পুজো করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। রাজনৈতিক উদ্দেশে কোনও প্রচেষ্টা করে থাকলে, তাতে ভালো সমর্থন লাভ করবেন এই রাশির জাতক। শাসন ক্ষমতার সহযোগিতা লাভ করবেন। ভবিষ্যতেও এর দ্বারা লাভান্বিত হবেন। আয়-ব্যয়ে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আপনার আর্থিক পরিস্থিতি সমস্যায় পড়তে পারে। ছাত্ররা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। পারিবারিক কলহ মাথা চাড়া দিতে পারে।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশের পুজো করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো। এই রাশির ব্যবসায়ীরা লাভান্বিত হবেন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বে হয়ে থাকা কাজ সফল হবে। আধিকারিক ও সহকর্মীদের মধ্যে আপনার ভাবমূর্তি ভালো হবে। সুখী জীবন কাটাবেন। তবে অর্থের অপচয় রোধ করতে হবে। জীবনসঙ্গীর আবেগের সম্মান করুন। তখনই তাঁরা আপনার সঙ্গ দেবে। কোনও বড় লগ্নির পরিকল্পনা করে থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তখনই সফল হবেন।

এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হনুমান চালিসা পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। ছাত্ররা বিদেশে শিক্ষা লাভের সুযোগ পেতে পারেন। নিজের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখুন। বাণীর দ্বার আধিকারিকদের প্রসন্ন করবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তা বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতায় সমাপ্ত হবে। ব্যবসায় ধন লাভ করা কঠিন হয়ে দাঁড়াবে। মায়ের তরফে লাভ সম্ভব। সন্ধ্যাবেলা মায়ের জন্য কোনও উপহার নিতে পারেন।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গণেশের আরাধনা করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা আজ লাভান্বিত হবেন। ইচ্ছাশক্তি দৃঢ় হবে। এর ফলে ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন। বন্ধুদের সাহায্যে কোনও পরিকল্পনা মজবুত হবে। কর্মক্ষেত্রে শত্রুদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনাকে দুশ্চিন্তায় ফেলার পুরো চেষ্টা করবেন। তবে আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন। ছোটখাটো কথায় কান দেবেন না। সতর্ক থাকুন। পরিবারের জন্য সময় বের করতে পারবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে কোনও শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায় লাভের যোগ রয়েছে। নতুন প্রস্তাব পেতে পারেন। এর ফলে ব্যবসা উন্নতির চূড়ায় থাকবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। রোজগার লাভের জন্য চেষ্টা করছেন যাঁরা, তাঁরা সাফল্য লাভ করতে পারবেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রেম জীবন আনন্দে কাটবে। চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সন্তানের স্বাস্থ্য দুর্বল হতে পারে। তাই খাওয়া-দাওয়ায় যত্ন নিন।

এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের আজকের দিনটি শুভ। কোনও আইনি মামলা চলতে থাকলে তাতে সফল হবেন। এ সময়ে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এই রাশির জাতক। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আগত বাধা সমাপ্ত হবে এবং তাঁদের সাফল্যের পথ প্রশস্ত হবে। তবে এ সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে মীন রাশির জাতকদের। তা না-হলে আপনার লোকসান সম্ভব। আজ আপনাদের আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। লগ্নির পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন ভালো। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিচারধারার মতভেদ দেখা দিতে পারে। তবে এ ক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শ পাবেন।
এই রাশিজাতকদের জন্য পরামর্শঃ আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কৃষ্ণের পুজো করুন।

http://www.anandalokfoundation.com/