13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরুনের এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান

admin
September 22, 2019 10:41 am
Link Copied!

আফ্রিকা মহাদেশের ক্যামেরুনের একটি অঞ্চলের একটি নাম বাফুট। এখানকার রাজাদের বলা হয় ফন। বাফুটের রাজবংশের রেওয়াজ অনুযায়ী এক রাজার মৃত্যুর পর যিনি রাজা হবেন, তাকেই পূর্ববর্তী রাজার সব স্ত্রী ও সন্তান গ্রহণ করতে হবে। পূর্বের রাজার স্ত্রীদের নতুন রাজা স্ত্রীর মর্যাদা দিয়ে রাজ্য পরিচালনা করবেন। আগের রাজার সন্তানদের বাবাও হবেন নতুন রাজা। ঐতিহ্য হিসেবে এমনটিই চলে আসছে।

২০০৬ সালে এটিকে ক্যামেরুনের অন্যতম পর্যটক আকর্ষণ এবং বিশ্বের সবচেয়ে বিপন্ন পর্যটন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

ক্যামেরুনের বাফুটের ১১ তম রাজা হলেন দ্বিতীয় আবুম্বি। বাফুটের রাজবংশের রেওয়াজ অনুযায়ী বুম্বির স্ত্রীর সংখ্যা দাড়িয়েছে ১০০ জন। আর সন্তান ৫০০’রও বেশি।  সিংহাসনে বসার পরই বেড়ে গেছে তার সংসার।  রাজার প্রত্যেক স্ত্রীই শিক্ষিত। পাশাপাশি তারা বেশ কয়েকটি ভাষাতেও কথা বলতে পারেন। ১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজা হন আবুম্বি।

ক্যামেরুনে বহুবিবাহকে এখনো বেআইনি ঘোষণা করা হয়নি। স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন রাজা আবুম্বি।

http://www.anandalokfoundation.com/