বিশেষ প্রতিবেদকঃ বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায়ের পর দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রায়ের প্রতিবাদে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি কী ধরনের কর্মসূচি দেয়া হবে তার বিস্তারিত আলোচনা হয়। আজ বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, মো: শাহজাহান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আনোয়ারুল আজীম, আবদুস সালাম আজাদ প্রমুখ।