আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত ৫টি ক্লিনিক ও ডেল্টাল কেয়ার বন্ধের নির্দেশ দিয়েছে বরিশাল সির্ভিল সার্জন ডা.মানোয়ার হোসেন। সির্ভিল সার্জনের নির্দেশের পরেও গতকাল সোমবার সকালে এই ৫টি প্রতিষ্ঠান খেলা দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর ও হাসপাতালের সামনসহ বিভিন্ন স্থানে ২২টি ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকরা সরকারী নিয়মনীতিকে উপেক্ষা করে বছরের পর বছর অবৈধ ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী সাধারণ রোগীরা।
সরকারী অনুমোদন ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের জন্য চলতি বছরের ৩রা মার্চ বরিশাল সির্ভিল অফিস থেকে চিঠি দেয়া হলেও তা বন্ধ হয়নি। রোববার সন্ধ্যার পরে হঠাৎ করে বরিশাল সির্ভিল সার্জন ডা.মানোয়ার হোসেন আগৈলঝাড়ায় এসে বিভিন্ন ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করে পপি ডেন্টাল, হিউম্যান ডেন্টাল, আখি ডেন্টাল কেয়ার, গ্রামীন প্যাথলজি ও জনসেবা প্যাথলজি বন্ধের নির্দেশ দেন।
এসব প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশ ও সরকারী কোন বৈধ্য কাজপত্র না থাকায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সির্ভিল সার্জনের নির্দেশের পরেও গতকাল সোমবার সকালে এই ৫টি প্রতিষ্ঠান খেলা দেখা গেছে।
এ ব্যাপারে বরিশাল সিভিল সার্জন ডা.মানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আগৈলঝাড়া পরিদর্শনে গিয়ে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বাকীগুলোও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা হাসপাতালের সেনেটারী ইন্সেপ্টোর সুকলাল শিকদার।