14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল শেষ হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন, কলেজ পায়নি ১০ হাজার

ডেস্ক
January 15, 2023 1:10 pm
Link Copied!

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় ও শেষ ধাপের আবেদন শেষ হচ্ছে সোমবার (১৬ জানুয়ারি)। এরপর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। এদিকে আবেদন করেও প্রায় ১০ হাজার শিক্ষার্থী কলেজ পায়নি।

জানা গেছে, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ১৮ জানুয়ারি রাত ৮টায় প্রকাশ করা হবে।

এরপর ১৯ ও ২০ জানুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। এরপর ২২ থেকে ২৬ জানুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ১ ফেব্রুয়ারি থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। শূন্য থাকছে প্রায় ৪২ হাজার আসন।

http://www.anandalokfoundation.com/