ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অ্যাড. চিত্ত রঞ্জন তালুকদার এর স্মরণানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

Rai Kishori
August 3, 2019 5:33 pm
Link Copied!

কোটালীপাড়া সমিতির সভাপতি, গোপালগঞ্জের কৃতি সন্তান, সমাজহিতৈষী, পরোপকারী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সংগঠক, অ্যাড. চিত্ত রঞ্জন তালুকদার এর স্মরণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার ২রা আগষ্ট বিকাল ০৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক স্মরণানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার সন্মানিত চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া সমিতির সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান তালুকদার চঞ্চল।

এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চিত্ত রঞ্জন তালুকদারের আত্মার শান্তি কামনা ও স্মৃতিচারণ করেন।

সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী ড.শংকর তালুকদার। সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক শ্রী গৌরাঙ্গ লাল মল্লিক ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও উপসচিব শ্রী সমীর কুমার বিশ্বাস।

http://www.anandalokfoundation.com/