13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করছেন সালমান খান

admin
October 18, 2015 8:46 pm
Link Copied!

বিনোদন ডেস্কঃ ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন নারী এসেছেন বলিউডের ‘বিগহার্ট লাভার বয়’ খ্যাত সুপারস্টার সালমানের জীবনে। আর তার বর্তমান প্রেমিকা যে রোমানিয়ার সুন্দরী টেলিভিশন তারকা লুলিয়া ভান্তুর, সে গুঞ্জন চলতি বছরের শুরু থেকেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে। তবে সালমান খানের প্রেমের গুঞ্জন গত কয়েক দশকে বলিউডে অনেকের সঙ্গেই শোনা গেলেও বিয়ের গুঞ্জন কিন্তু এখন অবধি কারো সঙ্গেই শোনা যায়নি। ফলে পুরো বলিউড এবার চমকে গেছে সম্প্রতি সালমানের বিয়ের গুঞ্জন কানে আসায়।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরই নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সালমান। আর পাত্রী সালমান খানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুর! সালমানের সঙ্গে লুলিয়ার বিয়ের অগ্রিম এ খবর প্রকাশ করেছে রোমানিয়ার সংবাদমাধ্যমগুলো! করবে নাই বা কেন? পাত্রী যে তাদের নিজের দেশের। রোমানিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সালমান আর লুলিয়ার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। জানা গেছে, তিন বছর আগে বিদেশ সফরের সময় লুলিয়ার সঙ্গে সালমানের পরিচয় হয়। সেখান থেকেই মূলত তাদের ঘনিষ্ঠতা শুরু।

এটাও শোনা গিয়েছিল যে, এ বছরের শুরুতে সালমানের বোন অর্পিতার বিয়েতে লুলিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে সবার সঙ্গে পরিচিত করিয়েছিলেন সালমান। তখন অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। ভাবটা এমন ছিল যে, সোমি, সঙ্গীতা, ঐশ্বরিয়া, ক্যাটরিনাদের মতো লুলিয়াও সালমানের ‘বিশেষ বন্ধু’ হতে পারেন। তবে এই সম্পর্ক বিয়ের পিঁড়ি অবধি পৌঁছবে না। কিন্তু রোমানিয়ার সংবাদমাধ্যমের দাবি যেন সবকিছু খানখান করে দিল। কিন্তু দুষ্টু লোকের মুখ তো আর বন্ধ করা যায় না। তারাও নেমে পড়েছে সালমানের বিপক্ষ দলের হয়ে ব্যাট করতে। এসবই নাকি পাবলিসিটি স্টান্ট। দিওয়ালিতেই যে সালমানের আপকামিং সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’ রিলিজ় করবে। নিন্দুকদের কথা সত্যি হলেও হতে পারে। কিন্তু সিনেমা হিট করানোর জন্য সালমানের কী এ ধরনের স্টান্ট লাগে? ধাঁধায় পড়েছেন ভক্তরা।

http://www.anandalokfoundation.com/