মানুষের যা করা উচিত নয় তা করাটা হল পাপ, আর যা করা উচিত তা না করাটা প্রত্যবায়। পাপ ও প্রত্যবায় – দু’য়ে মিলে পাতক। চুরি করা অনুচিত জেনেও যদি কেউ চুরি করে সেটা হবে পাপ।
যতদিন পর্যন্ত মানুষ পাপের প্রতিফল না পাচ্ছে ততদিন পাপকে ভাল বলেই মনে হয়। তোমরা ধোপাকে কাপড় কাচতে দেখেছো? দেখবে সে যে কাপড় গুলো কাচছে সে গুলোকে মাথার বেশ কিছুটা উপরে তোলে । কাপড় ভাবে , তারা কেমন মাটির উপরে উঠে হাওয়ায় ভাসছে আর তা ভেবে খানিকটা আনন্দও পায়। কিন্তু তারা এটা বোঝে না যে তাদের যতটা উপরে তোলা হবে ততটাই জোরে তাদের কাপড় কাচা পাথরটায় আছাড় মারবে। যারা পাপ করে তারা ঠিক মাথার উপরে তোলা কাপড় গুলোর মত। তারা ভাবে , আহা! মাটি থেকে উপরে উঠে কী আরাম। পাপে ডুবে থেকে তারা বেশ মজা লোটে। আর যখন পাপের প্রতিফল ভুগতে থাকে তখন দুঃখ সাগরে ডুবে মরে ঠিক ধোপার কাপড়ের মত।
‘স্বচ্ছ’ ও ‘ভদ্র’ শব্দ দু’টির মধ্যে অর্থগত পার্থক্য আছে। ‘স্বচ্ছ’ মানে ভাল বা পরিষ্কার । যেমন, স্বচ্ছ জল। ‘ভদ্র’ মানে যা ভেতরে বাইরে দুই দিক দিয়েই ভাল। যারা ভদ্র তারা কোন কিছু করবার আগে বেশ সতর্ক থাকে। তারা ঠান্ডা মাথায় ভেবে নেয় তাদের ক্রিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে। তারা ভাল কাজ করে ও করতে থাকে যদিও তারা তাদের সৎ কর্মের সৎ প্রতিফল সেই মুহুর্ত্তে পায় না। যতদিন তারা সৎ কর্মের সৎপ্রতিফল না পাচ্ছে ততদিন তারা কষ্ট ভোগ করতেও দ্বিধা করে না। আর যে মুহুর্ত্তে ভাল কাজের ভাল প্রতিফল শুরু হয়ে যায় তখন কেবল আনন্দ আর আনন্দ।
অসৎ কর্ম করতে গিয়ে মানুষের ভালই লাগে। কিন্তু অসৎ কর্মের প্রতিকর্মের ভোগ একবার শুরু হয়ে গেলে কেবল দুঃখ আর দুঃখ। অসৎ মানুষ প্রথম শ্রেণীর কামরায় বিনা টিকিটে বেশ আরামে ভ্রমন করে। রেল কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে সে মজা লোটে। আর যে সৎ মানুষ সে দ্বিতীয় শ্রেণীর টিকিট কিনে অত্যন্ত অসুবিধার মধ্যেও ভ্রমন করে। অসাধু যাত্রীটি মজা লোটে ঠিকই কিন্তু খুবই স্বল্প কালের জন্যে। যখন টিকিট পরীক্ষকের দল এসে তাদের পাকড়াও করে বা তাদের বন্ধী করে অথবা জরিমানা করে তখন লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যায়। কিন্তু সৎ মানুষ যদিও গরীব, সসম্মানে নিজ গন্তব্য স্থলে পৌঁছে যান। অসাধু জীবনে শেষ পর্যন্ত কেবল দুঃখ আর দুঃখ। সৎ যাত্রীটি সৎ জীবন যাপন করেন ও তার যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকেন। অসাধু মানুষটি ঘুস নেয় ও নানান অপকর্মে লিপ্ত থাকে। সে আয়কর ফাঁকি দিয়ে নিজের জন্যে প্রকান্ড বাসভবন নির্মান করে। কিন্তু শেষ পর্যন্ত আয়কর বিভাগের কর্মীরা এসে একদিন তার বাড়ীতে হানা দেয় ও আয়কর ফাঁকি তথা অসদুপায়ে ধন-সম্পদ সংগ্রহের দায়ে তার বিরুদ্ধে মামলা রুজু করে। শেষ পর্যন্ত তাকে জেল খাটতে হয়।
তাই পাপ করার আগে মানুষের ভেবে দেখা উচিৎ তার কী বিরুপ প্রতিক্রিয়া হবে- সেই মুহুর্ত্তে বা তৎপরবর্তী কালে। ভাল কাজ করতে গেলে হয়তো গোড়ার দিকে কষ্ট হবে কিন্তু ভাল কাজের প্রতিফল ভাল হবেই।
-শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী
(সংক্ষেপিত,আনন্দবচনামৃতম্)