জগদীশ দাশ, মৌলভীবাজার: শতশত ভক্তপ্রবর শ্রুতামন্ডলীর জমায়েতে হরির লীলা অমৃত নাম সংকীর্তন চলছে মৌলভীবাজারে।
আজ ০৪ মার্চ ২০২০ইং রোজ বুধবার মৌলভীবাজারের রাজনগর অন্তহরিতে হরির লীলা অমৃত নাম সংকীর্তন চলছে। হরির নাম লীলা সংকীর্তনে শতশত ভক্তপ্রবর শ্রুতামন্ডলী জমায়ত হয়ে নাম সুধা গ্রহণ করেন।
মুজেফরপুর (অন্তহরি) গ্রামে জন্মগ্রহণ করে ছিলেন রাধা রাণীর দর্শন ও কৃপা প্রাপ্ত শ্রী দ্বীনস্মর দাস মহারাজ। যিনি বৃন্দাবনে রাধা রাণীকে দৈব চোখ দ্বারা দর্শন করতে পেরেছিলেন। বৈষ্ণব কুলের শিরোমনি এই মহা মানব এই গ্রাম তথা সিলেট বাসীকে দিয়েছেন অপকৃত নাম সুধা। উনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। বৃন্দাবনে অনেক অলৌকিক কথা এখনও শুনা যায় এমনকি অনেক গ্রন্থে উনার নামের মহিমা পাওয়া যায়।
কীর্তনের আয়োজন করে সনাতন আর্য্য সংঘ। সংগঠনের সভাপতি সুকুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দাশ উনারা বলেন এই মাটি পবিত্র মাটি এই মাটিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য। এই পবিত্র স্থানের কীর্তন কমিটিতে আমরা স্থান পেয়ে ধন্য। এই কমিটির সদস্য ও এলাকাবাসী আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।অনেক দুরদুরান্ত থেকে ভক্তরা এসে পদধুলী দিয়েছেন। সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তাই সকলকে নিমন্ত্রণ করব আগামীতে এই পবিত্র গ্রামে ভক্তপ্রবরা কীর্তনে আসবেন। এমনেও ঘুরে যেতে পারেন এই পবিত্র ভূমি অন্তহরি গ্রাম।