বিনোদন ডেস্ক: অতীত ভুলগুলো সুধরে শেষবারের মতো এক হচ্ছেন জনপ্রিয় কানাডিয়ান পপ সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার ও মার্কিন অভিনেত্রী এবং পপ সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ।
পপ সঙ্গীত যুগল বিবার (২৩) ও সেলেনা (২৫) সিদ্ধান্ত নিয়েছেন তারা আবারো আগের সম্পর্কে ফিরে যাবেন, তবে শেষবারের জন্য।
হলিউডলাইফ.কম থেকে জানা যায়, আবারো যদি তাদের বিচ্ছেদ ঘটে, আর এক হবেনা। বিবার-সেলেনা জানিয়েছেন, তাদের মধ্যে যাই ঘটুক, এর জন্য ক্যারিয়ার প্রভাবিত হবেনা।
টিনএজ সেনশেসন এ জুটির দীর্ঘ তিন বছরের প্রেমের সমাপ্তি হয়েছিল ২০১৪ সালে। তারপর দীর্ঘসময় কেটে গেছে। মধ্যে জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী দ্য উইকেন্ডের সঙ্গে নতুন প্রেম হয়েছিল সেলেনা গোমেজের।
কিছুদিন আগে সেলেনা কিডনী ট্রান্সপার করেছেন, এছাড়াও প্রেমিক দ্য উইকেন্ডের সাথে সম্পর্কেরও পতন ঘটান। ঐ সময় থেকেই বিবার-সেলেনার আবারো এক হওয়ার বিষয়টি সবার নজরে আসে। বিবার বারবার সেলেনার সাথে দেখা করেন। কয়েকবার পাপারাজ্জিদের ক্যামেরায়ও বন্দি হন। আর সে সুবাদেই এ দুজনকে সেদিন দেখা গিয়েছিল ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট লেক ভিলেজের একটি ক্যাফেতে। একসঙ্গে দুজন এসেছিলেন সকালের নাস্তা সারতে। এসময় দুইজন সাইকেল চালানোর দক্ষতাও দেখান।