সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ সব রাজবন্দির মুক্তি। বৃহস্পতিবার পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম ভাষণে বাইডেন এই আহ্বান জানান। খবর আল জাজিরার।
জো বাইডেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর উচিত হবে দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়া। সেনা অভ্যুত্থানে আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি। মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে জাতিসংঘও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।