14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৭০৯ শিক্ষক নিয়োগ দেবে সরকার

ডেস্ক
August 16, 2025 7:37 pm
Link Copied!

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০১৬১টি সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে। এছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে ৫,১৬৬টি পদ খালি রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৭০৯ জন শিক্ষক নিয়োগ দেওয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে ১৫৩২৭টি সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, দ্রুত সময়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ২,৩৮২টি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯’ সংশোধনের খসড়া পিএসসিতে পাঠানো হলে ইতোমধ্যেই তাদের সুপারিশ পাওয়া গেছে। বর্তমানে খসড়াটি লেজিসলেটিভ বিভাগে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মন্ত্রণালয়ের আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন।

প্রধান শিক্ষকের পদেও বড় সংকট রয়েছে। বর্তমানে দেশে প্রধান শিক্ষকের ৩৪,১০৬টি পদ শূন্য। বিদ্যমান নীতিমালা অনুযায়ী এসব পদে ৬৫% পদোন্নতি ও ৩৫% সরাসরি নিয়োগের বিধান থাকলেও প্রস্তাবিত সংশোধনীতে অনুপাত পরিবর্তন করে ৮০:২০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিধিমালা সংশোধনের খসড়া বর্তমানে লেজিসলেটিভ বিভাগে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হলে আগামী এক মাসের মধ্যেই নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে রয়েছে। তারা দ্রুত এ প্রক্রিয়া শেষ করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয় পিএসসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

তিনি আরও বলেন, বিসিএস (নন-ক্যাডার) প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগে সময় বেশি লাগে। তাই পিএসসি প্রধান শিক্ষক নিয়োগের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে পদোন্নতির মাধ্যমে যেসব শূন্য পদ পূরণ করা সম্ভব, সেগুলোও দ্রুত সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/