13yercelebration
ঢাকা

আশাশুনিতে হতদরিদ্রদের মাঝে সবজির বীজ বিতরণ

Ovi Pandey
January 13, 2020 11:33 am
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে বসত বাড়ির আঙ্গিনায় চাষ  এর উপযোগী সবজির বীজ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা সদরের কোদন্ডা এসডিএফ এর কার্যালয়ে সদর ইউনিয়নের অপেক্ষাকৃত হতদরিদ্র ৪৭টি পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়।

আশাশুনি এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনহেল্ডার প্রজেক্ট’র আয়োজনে সবজির বীজ বিতরণ করেন প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অপেক্ষাকৃত হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/