14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরবাড়ি মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল খেলবে ডেম্বেলে

ডেস্ক
December 12, 2022 11:33 am
Link Copied!

কাতার বিশ্বকাপ যেন নানা ঘটনার পসরা সাজিয়ে বসেছে। ইতোমধ্যে অনেক আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ২০২২ বিশ্বকাপ। লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে গোল দেওয়াও দেখেছে সবাই। এবার শ্বশুরবাড়ির দেশের বিপক্ষে লড়াই করতে দেখা যাবে ফ্রান্সের ফুটবলার ডেম্বেলেকে।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের মূল দলের অপরিহার্য উইঙ্গার হিসেবে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই মাঠে নেমেছে উসমান ডেম্বেলে। দলের মূল কাণ্ডারিও তিনি। এবার মাঠের পাশাপাশি তাকে মাঠের বাইরেও অনেক কিছু সামাল দিতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে আফ্রিকার দেশ মরক্কোর। আর এখানেই বেধেছে বিপত্তি। কেননা ডেম্বেলের শ্বশুরবাড়ি যে এই দেশটাতেই। ডেম্বেলের স্ত্রীর নাম রিমা এদবুশে। মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌ জায়গায় জন্ম নেন তিনি। মরক্কোতে জন্মালেও পড়াশুনা তিনি করেছেন ফ্রান্স থেকেই।

দীর্ঘদিন ধরে তারা প্রেম করেছেন যদিও এটি গোপন রেখেছিলেন তারা। অবশেষে ২০২১ সালে মরক্কোর রীতি অনুযায়ী বিয়ে করেন এই দম্পত্তি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তানও। নিশ্চয়ই ডেম্বেলের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে দাঁড়িয়েছে।

http://www.anandalokfoundation.com/