14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগ থানার ওসির প্রত্যাহার চাইলো চট্টগ্রাম সমিতি-ঢাকার একাংশ

সুমন দত্ত
August 4, 2025 10:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জুলাই আগস্টের শহীদ মীর মুগ্ধের পরিবারের সদস্যদের অসম্মান করায় শাহবাগ থানার ওসিকে প্রত্যাহার ও এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকার বিদ্রোহী একাংশের লাইফ মেম্বাররা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সমিতির এডহক কমিটির আহবায়ক এম এ হাশেম রাজু ও সদস্য সচিব অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। এ সময় তাদের সঙ্গে ছিলেন সমিতির আজীবন সদস্য সাবেক সহ-সভাপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রফেসর এডভোকেট মমিন চৌধুরী ডেপুটি এটর্নি- জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খান. আজীবন সদস্য নাসির মিজান.আজীবন সদস্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুদ আলম, আজীবন সদস্য মোঃ ইসমাইল হোসেন,আজীবন সদস্য মোঃ নাসির উদ্দিন.আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোঃ কামরুদ্দীন,আজীবন সদস্য হাসান উদ্দিন মন্টু প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম সমিতি ফ্যাসিস্টদের দোসর থাকায় গত ১৮ জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আহতদের সম্মাননা দেওয়ার জন্য অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দেয়। জুলাই শহীদ মীর মুগ্ধের পিতাসহ অনেককে সমিতির ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এ ঘটনা জুলাই যোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল এর জন্য পুলিশ ও চট্টগ্রাম সমিতির ফ্যাসিস্ট দোসরদের সহযোগী সদস্যদের দায়ী করেন তারা।

তারা আরো বলেন, চট্টগ্রাম সমিতি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট কায়দায় চলেছে। ফ্যাসিস্টদের দোসররা বিনা ভোটে সমিতিকে কুক্ষিগত করে রেখেছে। তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করেছে। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তথা ভিন্নমতের সদস্যদের কোনো স্থান ছিল না “চট্টগ্রাম সমিতি-ঢাকাতে”। চিহ্নিত দুর্নীতিবাজ ও ধান্দাবাজদের নিরাপদ আশ্রয়স্থল ছিল চট্টগ্রাম সমিতি-ঢাকা। এদের মধ্যে পুরান ঢাকার নবাবপুরের চিটাগাং বিল্ডার্সের মালিক কামাল, জামাল, নাসির ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক অন্যতম।

তারা বলেন চট্টগ্রাম সমিতি-ঢাকার কোটি কোটি টাকার অর্থ লোপাটের মূল হোতা চট্টগ্রাম বিল্ডার্সের কামাল জামাল নাসির গং। তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন উপস্থিত বক্তারা।

এ বিষয়ে চট্টগ্রাম বিল্ডার্সের কামাল জামাল নাসিরদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের প্রতিনিধি মকসুদ সাহেব যিনি নিজেও চট্টগ্রাম সমিতি-ঢাকার একজন লাইফ মেম্বার। তিনি বলেন, যারা এসব দাবি করছেন তাদের কোনো গ্রহণযোগ্যতা সমিতিতে নেই। এম এ হাশেম রাজু নামে যে ব্যক্তি নিজেকে সমিতির আহবায়ক ঘোষণা দিয়েছেন তিনি সমিতির লাইফ মেম্বার নন। তিনি কীভাবে সমিতি সম্পর্কে বক্তব্য রাখেন?

অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান সম্পর্কে তিনি বলেন, তিনি বেশ কয়েকবার সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা তিনি প্রমাণ করতে পারেননি। এরা সমিতির ভালো মন্দ বিচারের এখতিয়ার রাখেন না। তারা যদি সমিতির জন্য কিছু করতে চান তবে নির্বাচিত হোক আগে। তারপর শাস্তিমূলক ব্যবস্থা নিক। তিনি বলেন, ৫ আগস্টের পর পাইকারি হারে সবাইকে ফ্যাসিস্ট দোসর বানিয়ে বক্তব্য রাখছেন অনেকে। নিজেদের মন মতো না হলেই ফ্যাসিস্ট তকমা দেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম সমিতি-ঢাকার বিদ্রোহী দুটি গ্রুপের বিবাদ নিয়ে চারটি মামলা হয়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে দুটি করে মামলা দেয়। যার তদন্ত পুলিশ করছে।

http://www.anandalokfoundation.com/