× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

মানুষ কেন অধোগতির পথে যায়

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

আচার্য ব্রজেশ্বরানন্দ অবধুতঃ  দ্বিতীয় চক্রটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই চক্রের রয়েছে ৬টি বৃত্তি। এই বৃত্তিগুলি সবই নিম্নস্তরের যা প্রায়ই মানুষকে অধোগতির পথে পরিচালিত করে। এটাকে যৌনচক্রও বলা হয়। কারণ, এই চক্র মানুষের যৌন অনুভূতি ও যৌন গ্রন্থিগুলির (শুক্রাশয় ও ডিম্বাশয়) সঙ্গে যুক্ত। এই চক্রের বৃত্তিগুলি হ’ল-

প্রশ্রয় (Indulgence)কোন কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি। শুধু যৌন আসক্তি নয়, যে কোন প্রকার বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি। যেমন খাবারের প্রত আসক্তি, মদ, গাঁজা, হেরোইন, জুয়ার প্রত আসক্তি বা টি.ভি-সিনেমা ইত্যাদির প্রতি আসক্তি।

অবজ্ঞা (Disdain)অন্যের গুণের যথাযথ মূল্য না দেওয়া। তাকে ছোট করে দেখা। যেমন আজকাল দেখা যায় তথাকথিত উচ্চশ্রেণীর লোকেরা নিম্নশ্রেণীর লোকেদের প্রতি অবজ্ঞার ভাব পোষণ করে।

মূর্চ্ছা (Psychic stupor) একটা মানসিক বিহবলতা বা জড়তার ভাব। এই অবস্থায় মস্তিষ্ক ঠিকমত কাজ করতে পারে না। Dr. Edward Bachএই বৃত্তির দ্বারা প্রভাবিত লোকেদের সম্পর্কে যথার্থ বলেছেন যে, এরা কোন কাজই মনোযোগের সঙ্গে করতে পারে না। সব সময় যেন কোন কিছুর দ্বারা সন্মোহিত হয়ে রয়েছে, স্বপ্নের জগতে ঘুরছে, উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এই ধরণের লোকেরা জীবনে সব সময় উদাসীন থাকে,ফলে ভাল বা মন্দ কোন খবরই তাদের মনে কোন প্রভাব বিস্তার করতে পারে না। কখনও কখনও তাদের মধ্যে মুর্চ্ছা যাবার প্রবণতাও দেখা যায়।

অবিশ্বাস (Lack of confidence)নিজের প্রতি বা অন্যের প্রতি বিশ্বাস হারানো। এই বৃত্তির প্রভাবে মানুষ অপরকে এমনকি নিজেকেও বিশ্বাস করতে পারে না। সব সময় একটা সন্দেহের ভাব তার মনে জাগতে থাকে। যাদের মধ্যে এই বৃত্তি প্রবলভাবে কাজ করে তারা তাদের আত্মবিশ্বাস ও আত্মসন্মানবোধও হারিয়ে ফেলে। আর সব সময় একটা হীনন্মন্যতায় ভুগতে থাকে। আত্মবিশ্বাসের অভাবে তারা কোন কাজেই হাত দিতে পারে না, ভাবে এ কাজ আমি কোন মতেই করতে পারবো না। তাই এরা জীবনে কোন কাজই করতে পারে না।

সর্বনাশ (Fear of annihilation or terror)- চরম ভয়, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবার ভয়। স্বাধিষ্ঠান চক্র থেকেই এই ভয়টা জাগে। আর এই চক্র মানুষের রেচন অঙ্গকে নিয়ন্ত্রণ করে তাই দেখা যায় অতিরিক্ত ভয়ের ফলে- যেমন যুদ্ধে মৃত্যুর পূর্বে অনেক সৈনিকেরা অনিচ্ছাকৃত ভাবে মুত্রত্যাগ করে ফেলে।

ক্রূরতা (Cruelty)নিষ্ঠুর হৃদয়হীনতা, অন্যের দুঃখ-কষ্ট দেখে উল্লসিত হওয়া। অন্যের দুঃখ-দুর্দশার কারণ হওয়া। এরা অন্যকে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ অনুভব করে। ইতিহাসে দেখা গেছে অনেক রাজাই অন্যের ওপর অত্যাচার করে উল্লসিত হতো। আর আজকালকার দিনেও অনেকে বিভৎস খুন, দাঙ্গা, রাহাজানি করে বা এই ধরণের ছবি দেখে মজা পায়। এই সব ক্ষেত্রে মন ক্রূরতা বৃত্তির দ্বারাই প্রভাবিত হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..