13yercelebration
ঢাকা

বাংলায় বিজেপি কেন প্রত্যাশামতো সফলতা পাচ্ছে না

ডেস্ক
June 12, 2024 5:30 am
Link Copied!

বাংলায় বিজেপি কেন প্রত্যাশামতো সফলতা পাচ্ছে না, এর উত্তর খুঁজতে গিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের মাথার চুল ছিঁড়ে ন্যাড়া হয়ে যাওয়ার জোগাড় কিন্তু কিছুতেই উত্তর পাওয়া যাচ্ছে না। অবশেষে উত্তর খুঁজে দিলেন একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব যিনি রাজনীতির ঘৃণ্য চেহারার সাথে আদৌ পরিচিত নন অথচ স্পষ্টবক্তা। রাজা তোর কাপড় কোথায়?? এই স্পষ্ট কথাটা তিনিই বলে দিলেন কাব্যের সেই বাচ্চাটার মতো। কৃষ্ণনগরের রাজ পরিবারের বধু তথা সেখানকার এবারের বিজেপি প্রার্থী অমৃতা রায়।

অমৃতা রায় স্পষ্ট জানিয়েছেন, তাঁর জেলার সমস্ত কার্যকর্তা আদৌ ভোট নিয়ে বা প্রচার নিয়ে চিন্তিত ছিলেন না বরং সারা নির্বাচনে তাদের মুল লক্ষ্য ছিল পার্টি ফান্ডে কতো টাকা আসছে এবং সেই টাকার ভাগাভাগি কি হবে, তিনি বলছেন — সামান্য ৫00/১000 টাকার জন্য যে কুকুরের মতো ছেঁড়াছেঁড়ি করছেন জেলা এবং মণ্ডলের কার্যকর্তারা তা বিস্ময়কর।এই যদি জেলায় জেলায় নেতাদের চরিত্র হয়,তাহলে জয় কি করে আসবে?? সারা বছর তাদের বিন্দুমাত্র লক্ষ্য নেই সংগঠনের দিকে,শুধু সেল্ফি আর আত্মপ্রচার। আর তীর্থের কাকের মতো অপেক্ষা করা কখন নির্বাচন আসবে।নির্বাচন আসলেই খেলা শুরু।কি করে সারা বছরের খরচ তুলে নেওয়া যায় তার যুদ্ধ। ১৬৩ কোটি টাকা বুথ খরচের জন্য দিয়েছে পার্টি এবারের নির্বাচনে। অর্থাৎ প্রতি বিধানসভায় প্রায় ৫0 লাখ টাকারও বেশি। কোথায় সেই টাকা?? কে হিসাব দেবে??কারোর কোনো হুঁশ নেই। সবাই ঝাঁপিয়ে পড়েছে ক্ষুদার্ত নেকড়ের মতো।সারা বছর যাদের কোনো দেখা পাওয়া যায় না তারাও জেগে ওঠে এই বিশেষ ব্রম্মমুহূর্তে।টাকা কি জিনিষ মাইরি।সবচেয়ে বড় কথা কোন বুথে কি সংগঠন আছে সে বিষয় কারোর মাথায় নেই।ইচ্ছা করেই এরা সংগঠন করে না,কারন কোনো বুথে কেউ না থাকলে সেই বুথের টাকাটা নিজেদের পকেটে পুরে নেওয়া যাবে। তারপর কিছু রোম্যান্টিক নেতা তো আছেই,তাদের আবার কেবল টাকায় মন ভরেনা। তাদের আবার সখিসঙ্গ চাই।

একটা অংশ আবার পুরনো বিজেপি,তারা কেউ কেউ ৪0 বছর ধরে বিজেপি করেন কিন্তু তাদের ডাকে আজও চারটি বেড়ালও জড়ো হয় না,এদের কাজ অদ্ভুত। এরা নিজেরা কোনো কাজ করবে না সারাবছর কিন্তু কেউ কাজ করলেই তার পিছনে কাঠি দিতে হবেই হবে এদের। এরা পার্টির সেই অতৃপ্ত আত্মা যাদের ভালো কিছু হচ্ছে দেখলেই জ্বলে যায়,সঙ্গে সঙ্গে সেই কাজের কর্মীটাকে পিছনে কাঠি মেরে যতক্ষণ না তাকে বসিয়ে পার্টির হার নিশ্চিত করা যাচ্ছে ততক্ষন এদের শান্তি নেই । এতক্ষণ যে কয় প্রকার কার্যকর্তাদের কথা বললাম এরাই পার্টির আসল শত্রু। বাংলায় বিজেপি যে ৪0% ভোট বার বার পেয়ে আসছে তাতে পার্টির এই অপদার্থ নেতৃত্বের আদৌ কোনো ভূমিকা নেই। বিশ্বাস না হয় এবারের নির্বাচনের ফলাফলের বিচার করে দেখলে বুঝতে পারবেন,এমন অনেক বুথ আছে যেখানে বিজেপি এজেন্ট পর্যন্ত দেয়নি,প্রচার করেনি অথচ সবচেয়ে বেশি ভোট পেয়েছে।এরকম অনেক বুথ আছে।বিজেপির অনেক নেতাকে বলতে শুনি তৃণমূল তো নির্বাচনে ৩0% মুসলিম ভোট পকেটে নিয়ে নামে।কিন্তু এরা এটা বলে না,রাজ্যের ৫0% বুথেও বিজেপির বুথকমিটি না থাকা সত্বেও তারা কি করে প্রতি নির্বাচনে ৪0% ভোট পাচ্ছে।তার মানে বিজেপিও তো প্রতি নির্বাচনে ৪0% হিন্দু ভোট পকেটে নিয়ে নামছে।আর দরকার মাত্র ৫ থেকে ৬%ভোট রাজ্য দখল করতে। এটা পেতে গেলে লাগবে সংগঠন। যেটা করতে কেউ রাজি নয় ।সারাবছর কেবল পদ নিয়ে কুকুরের মাংস নিয়ে লড়াইয়ের মতো লড়াই লড়ে যাচ্ছেন একদল অপদার্থ কার্যকর্তাগন। চোখের সামনে অন্যায় হচ্ছে দেখেও সবাই চুপ।কারন??কি দরকার ওকে খোঁচা দেওয়ার বরং এই সুযোগে ওর থেকে আমিও কিছু নিয়ে নিই। পার্টি ধংস হচ্ছে হোক না,আমার কি,আমার পকেট তো ভরছে। এই রত্নে ছেয়ে আছে পার্টি এবং মনে রাখবেন এখনো পার্টি ক্ষমতায় নেই তাই এই হাল । তাহলে মুক্তির উপায়??একমাত্র উপায় লাখ লাখ প্রাণ বাজি রেখে খাটা কর্মীদের বিদ্রোহ। পার্টি অফিসে গিয়ে লাথি মেরে বার করে দিতে হবে আযোগ্য,জনবিচ্ছিন্ন,দুশ্চরিত্র এইসব নেতাদের,অবিলম্বে।তারপর নিজেরা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব স্থির করে তবে লড়াই শুরু করতে হবে নতুন করে।এই রাজ্য জয় বিজেপির কাছে আদৌ কোনো কঠিন বিষয় নয়,খুবই সোজা কাজ।দরকার কেবল মাত্র আদর্শর প্রতি নিবেদিত সৎ নেতৃত্ব,যা এই লাখো বুকপেতে লড়াই করা কর্মীদের মধ্যে অনেক আছে,হ্যাঁ অনেক আছে।তাদের হাতেই দিতে হবে ক্ষমতার ব্যাটন। দেখবেন বাংলার বিজেপির অপ্রতিরোধ্য রূপ।

http://www.anandalokfoundation.com/